নাইজেরিয়ায় জিহাদি হামলায় অন্তত ৬৯ জন নিহত

0

আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ নাইজেরিয়ায় সন্দেহভাজন জঙ্গি সংগঠন বোকো হারাম জিহাদিদের হামলায় অন্তত ৬৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

স্থানীয় সময় মঙ্গলবার (৯ জুন) বিকেলে বন্দুকধারীরা দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় গুবিও জেলার প্রত্যন্ত গ্রাম বোর্নোতে ঢুকে অতর্কিত এ হত্যাকাণ্ড চালায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এক কথায় বন্দুকধারীরা গ্রামটিতে নিধনযজ্ঞ চালিয়েছে। এখনও কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ওই গ্রাম থেকে এরইমধ্যে ৫৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সেখানে অন্তত ৬৯ জনকে হত্যা করা হয়েছে।

গ্রামের লোকজন জঙ্গিদের গতিবিধি সংক্রান্ত তথ্য নিরাপত্তা বাহিনীকে সরবরাহ করছিল, এমন সন্দেহ থেকেই জিহাদিরা গ্রামটিতে এই ধ্বংসলীলা চালায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com