আগামী বিশ্বকাপে বাংলাদেশ ফেভারিট

0

স্পোর্টস ডেস্ক: লন্ডনের ঐতিহ্যাসিক ভেন্যু লর্ডসে হারে শেষ হলো মাশরাফিদের বিশ্বকাপ যাত্রা। এবারে না হলেও ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে টাইগারদের ফেভারিট হিসেবে দেখছেন মাশরাফি। পাকিস্তানের বিপক্ষে নিজের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলার পর এমন মন্তব্য করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

উপমহাদেশের কন্ডিশন চিন্তা করেই বাংলাদেশকে ফেভারিট হিসেবে দেখছেন মাশরাফি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি তার ব্যাখ্যায় বললেন, ‘আশা করি তামিম, মুশফিক, রিয়াদ, সাকিব আগামী বিশ্বকাপ পর্যন্ত সুস্থ থাকবে। তাদের কোন ইনজুরির সমস্যা হবে না। তাদের সঙ্গে নতুন কিছু খেলোয়াড় যোগ হলে ভারতে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বাড়বে।’

তিনি অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে নিশ্চয়তা দিলেন না। কারণ, ‘যেহেতু ভারতে খেলা, তাই বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়ে যাবে সেটা বলবো না। তবে এতোটুকু বলবো আগামী বিশ্বকাপে বাংলাদেশ অবশ্যই ফেভারিট হিসেবে মাঠে নামবে।’

মাশরাফি মনে করেন কিছু কিছু জায়গায় উন্নতির করার মাধ্যমেই বাংলাদেশ দল এগিয়ে যাবে, ‘এই টুর্নামেন্টে আমাদের ব্যাটিংটাই কিছুটা ভালো হয়েছে। বোলিং ও ফিল্ডিং নিয়ে বিস্তর কাজ করতে হবে। আশা করি নতুন পরিকল্পনা করে বাংলাদেশ দল এগিয়ে যাবে। এবার যা হয়নি, সেটাই নিয়তি। আফসোস করার বেশি কিছু নেই।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com