সারা দেশে জেলা প্রশাসক বরাবর কৃষকদলের স্মারকলিপি

0

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্দেশনায় সরাসরি প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল।

এরই অংশ হিসেবে মুন্সীগন্জ জেলা কৃষকদলের উদ্যোগে সোমবার (৮ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

এছাড়া দলীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা কৃষক দলের উদ্যোগে সরাসরি প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার দাবিতে সকালে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যশোর জেলা বিএনপির সদস্য সচিব ও কৃষকদলের কেন্দ্রীয় নেতা অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সহ-সভাপতি শিকদার সালাউদ্দিন। 

এর আগে গতকাল রবিবার একই দাবিতে টাঙ্গাইল জেলা কৃষকদলের সভাপতি দিপু হায়দার খান এবং সাধারণ সম্পাদক মো. শাজাহান কবিরের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com