চুয়াডাঙ্গায় ১ হাজার ২৬৬ বস্তা সরকারি চাল জব্দ

0

চুয়াডাঙ্গায় সরকারি প্রকল্পের এক হাজার ২৬৬ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। সোমবার সকালে পৌর শহরের সাতগাড়ী এলাকার ২টি গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে গোডাউন দুটিকে সিলগালা করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ীতে চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের ২টি গোডাউন রয়েছে।

রবিবার রাতে তার গোডাউনে সরকারি চাল ট্রাকযোগে আনলোড করা হয়। এর মধ্যে একটি গোডাউনে ৬০০ বস্তা ও অপরটিতে ৬৬৬ বস্তা মজুদ করে রাখা হয়। খাদ্য অধিদপ্তরের  প্রতিটি ৩০ কেজি ওজনের চালের বস্তার বহ্যিক অংশে লেখা রয়েছে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ।’  

সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একটি টিম অভিযান চালায়। 

এ সময় গোডাউন মালিক নজরুল ইসলাম বলেন, চালের মালিক আলমডাঙ্গার ব্যবসায়ী গৌতম ও অশোক। তারা মেহেরপুরের গাংনী খাদ্য গোডাউন থেকে চালগুলো নিয়ে এখানে রেখেছে।

নজরুলের কথায় অসংগতি লক্ষ্য করায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান গোডাউন দুটি সিলগালা করে দেন।

এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com