চট্টগ্রামে এক মাস কারফিউ চায় মহানগর বিএনপি
করোনা ভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে চট্টগ্রামকে ‘রেড জোন’ ঘোষণা করে এক মাসের কারফিউ ঘোষণার দাবি জানিয়েছে মহানগর বিএনপি।
রোববার নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে চট্টগ্রামে সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। আক্রান্তের দিক দিয়ে বর্তমানে রাজধানী ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান।
দেশের বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু এই বন্দরনগরীতে প্রায় ৬০ লাখ লোকের বাস উল্লেখ করে শাহাদাত বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই শহরের সাধারণ জনগণ অত্যন্ত স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে।
“সরকারিভাবে তিনটি হাসপাতালে করোনা চিকিৎসা ও পরীক্ষা করলেও বিশাল জনগোষ্ঠির তুলনায় এই আয়োজন অত্যন্ত অপ্রতুল। করোনা রোগীর জন্য হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ, অক্সিজেন, সিলিন্ডার ও বেডের ব্যবস্থা নেই। চিকিৎসার জন্য মানুষ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটলেও চিকিৎসা পাচ্ছে না।”
চট্টগ্রামের মানুষের মধ্যে মৃত্যু আতংক বিরাজ করছে বলে অভিযোগ করেন পেশায় চিকিৎসক শাহাদাত।
উদ্ভুত পরিস্থিতিতে গুরুত্ব বিবেচনা করে করোনাভাইরাসে আক্রান্তদের পরীক্ষা ও চিকিৎসা সেবা বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রামকে রেড জোন এর আওতায় এনে লকডাউন ঘোষণা করে এক মাস কারফিউ জারির দাবি জানান তিনি।
বর্তমানে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থাকে অতি মুনাফালোভী সিন্ডিকেট জিম্মি রেখেছে অভিযোগ করে তিনি পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে ১২ দফা প্রস্তাবনা পেশ করেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হল- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালে উন্নীত করে মেডিকেল মাঠে একটি আধুনিক ফিল্ড হাসপাতাল তৈরি করা, নগরীর ছয়টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে দ্রুত কোভিড হাসপাতাল ঘোষণা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
এছাড়া যেসব বেসরকারি ক্লিনিকে আইসিইউ সুবিধা আছে সেসব সরকার অধিগ্রহণ করে করোনার চিকিৎসার জন্য উন্মুক্ত করা, কমিউনিটি সেন্টারগুলোতে আইসোলেশন সেন্টার তৈরি করাসহ স্থায়ী হাসপাতালগুলোতে স্বল্প সময়ে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে চট্টগ্রামে নমুনা পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে পিসিআর টেস্টের পাশাপাশি র্যাপিড কিটের মাধ্যমে সর্বাধিক জনসাধারণকে করোনা পরীক্ষার আওতায় আনার দাবিও করা হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করও বক্তব্য রাখেন।