ডাঃ জাফরুল্লাহ চৌধুরী চিকিৎসক সমাজের অহংকার : ডাঃ ইরান
মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধরীরা দেশ ও জাতীর প্রেরনার বাতিঘর মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, করোনা আক্রান্ত দেশবাসীর রোগ নির্নয়ের জন্য তার আত্মত্যাগ ও কিট নিয়ে তৎপরতায় দেশবাসী মুগ্ধ। তিনি বাংলাদেশের চিকিৎসক সমাজের গর্ব ও অহংকার। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ্যতা দান করুন। আওয়ামী লীগ মুখে মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের মাধ্যমে সোনার বাংলাকে স্মশানে পরিনত করেছে। ডাঃ জাফরুল্লাহ চৌধুরীদের দেশপ্রেম ও মানবতাবাদী চিন্তা চেতনা ও বাস্তবধর্মী কর্মকান্ড তরুন সমাজকে রাষ্ট্র কাঠামো পুনঃনির্মানে পথ দেখাবে।
তিনি আজ ৭ জুন (রবিবার) বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তীতে একথা বলেন।
তিনি বলেন, বর্তমান ক্ষমতাশীন লুটেরা সরকার দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নগ্ন দলীয় করন, আত্মীয়করন ও আঞ্চলিককরনের মাধ্যমে ধ্বংসস্তুপে পরিনত করেছে। এখন দেশের সাধারন মানুষ রাজনীতি ও রাজনীতিবীদকে ঘৃনা করছে। এমন অবক্ষয় কালে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ও ডাঃ মাঈনুদ্দিনদের আত্মত্যাগ পথ চলার আলোকবর্তিকা স্বরুপ।
ডাঃ ইরান অবিলম্বে গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের কার্যক্রম পরিচালনায় সকল বাধা দুর করার আহবান জানান। (প্রেস বিজ্ঞপ্তী)