প্রবীণ নেতার ইন্তেকাল জামায়াতে ইসলামী আমীরের শোক

0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা শাখার সাবেক আমীর জনাব মোঃ আবদুল আউয়াল (৬৬) শনিবার সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। তার স্ত্রী ও চার ছেলে রয়েছে। গতকাল বাদ যোহর আড়াইহাজার ইমদাদুল উলুম আলিম মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাকে আড়াইহাজার পৌরসভা কবরস্থানে দাফন করা হয়েছে।

এই প্রবীণ নেতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রোববার শোক প্রকাশ করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব মোঃ আবদুল আউয়াল ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করি, তিনি যেন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করেন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com