সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানাল ফিলিস্তিনের হামাস

0

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজিম কাসেম সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বলদর্পি নীতি এবং কয়েকটি আরব দেশের অন্যায় আপোষের কারণেই ইসরাইল মুসলিম দেশে আগ্রাসন চালানোর সাহস পাচ্ছে।

তিনি বলেন, ইসরাইল গোটা মুসলিম বিশ্বকেই টার্গেট করেছে।

হামাস মুখপাত্র আরও বলেন, ইসরাইলের ধৃষ্টতা বাড়ার পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বলদর্পি মনোভাব এবং কয়েকটি আরব দেশের অবস্থান। তিনি বলেন, কয়েকটি আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে যা দখলদার শক্তিকে অপরাধ চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে।

গত বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী মুসলিম দেশ সিরিয়ার ভূখণ্ডে আকাশ পথে হামলা চালিয়েছে। লেবাননের আকাশসীমা ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

লেবানন সরকার সেদেশের আকাশসীমা লঙ্ঘন করায় এর প্রতিবাদ জানিয়েছে এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com