মার্কিন চাপ উপেক্ষা করে ইরাক-ইরান বিদ্যুৎ সরবরাহের চুক্তি সই

0

তেহরান এবং বাগদাদের মধ্যে দুই বছরের বিদ্যুৎ সরবরাহের চুক্তি সই হয়েছে। ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কমানোর জন্য ইরাকের ওপর মার্কিন সরকার চাপ সৃষ্টি করা সত্ত্বেও দু দেশ এ চুক্তি সই করল।

বিদ্যুৎ সরবরাহের চুক্তির মধ্যদিয়ে তেহরান ও বাগদাদে মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দু পক্ষের অঙ্গীকারের বিষয়টিও স্পষ্ট হলো।

গতকাল (বুধবার) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির জ্বালানিমন্ত্রী রেজা আরদাকানিয়ান এ চুক্তির গুরুত্ব তুলে ধরেন। তার আগে তিনি একদিনের জন্য বাগদাদ সফর করেন এবং ওই সফরে ইরাকের বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে চুক্তিটি সই করেন।

নতুন চুক্তি অনুসারে ইরান ২০২০ ও ২০২১ সালে ইরাকে বিদ্যুৎ সরবরাহ করবে। এর আগে এক বছর মেয়াদি চুক্তি ছিল। রেজা আরদাকানিয়ান জানান, বিদ্যুৎ সরবরাহের জন্য বাগদাদ তেহরানকে ৪০ কোটি ডলার পরিশোধ করেছে। এ বিষয়ে ঐকান্তিক প্রচেষ্টা চালানোর জন্য বাগদাদে অবস্থিত ইরানি দূতাবাসকে ধন্যবাদ জানান রেজা আরদাকানিয়ান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com