প্রথমবার বরিশালের মাঠে হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ
বাংলাদেশ ও শ্রীলংকা মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। তাই বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে চলছে প্রস্তুতিপর্ব। সবকিছুই অনেকটা ঢেলে সাজানো হচ্ছে।
বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৪ দিনব্যাপি শ্রীলংকা বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেষ্ট ম্যাচটি বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর হোসেন আলো জানান, আইসিসি’র পুরো সহায়তায় এ খেলা বরিশাল স্টেডিয়ামে ২৬ অক্টোবর শুরু হলেও বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল আসবে ২৩ অক্টোবর। তিন দিন তারা অনুশীলন করবে। যার কারণে রাত-দিন স্টেডিয়াম সংস্কারের কাজ অব্যাহত রয়েছে। খেলোয়াড়দের থাকার জন্য হোটেল গ্র্যান্ডপার্ক নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো জানান, বিসিবি’র উদ্যোগে বরিশাল স্টেডিয়ামে ১০টি এসি বসানো হবে। কার্পেট দিয়ে সাজানো হবে ড্রেসিং রুম। ডাইনিংয়ের কক্ষে ৬০টি উন্নতমানের চেয়ার বসানো হবে। আন্তর্জাতিক খেলায় যেসব সুযোগ সুবিধা খেলোয়াড়দের দেয়া হয় এখানে তার সবকিছু থাকবে। ৩০ অক্টোবর এ দল দু’টি খুলনায় যাবে। সেখানের স্টেডিয়ামেও খেলা হবে।
আলমগীর হোসেন আরো বলেন, এ খেলার মধ্যে দিয়েই বরিশালে প্রথম আন্তর্জাতিক ম্যাচের যাত্রা হলো। এর আগে এ রকম কোনো ঘটনা বরিশাল স্টেডিয়ামের নেই।
এদিকে বরিশালে বাংলাদেশ-শ্রীলংকার খেলার খবর জানতে পেরে বরিশালের ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বইছে। কারণ স্থানীয় খেলোয়াড়দের মতে, তারা এ খেলায় অংশগ্রহণ না করলেও ঘরের মাটিতে বসে আন্তর্জাতিক কোনো ম্যাচ সামনাসামনি দেখতে পারবেন। তাদের পাশাপাশি কোচিং পরিচালকরাও মনে করছেন, এর মধ্য দিয়ে নিজেরা ভালো কিছু অর্জন করতে পারবেন। এ জন্য আন্তর্জাতিক মানের আরো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার ধারা অব্যাহত রাখারও দাবি তাদের।
এ বিষয়ে বরিশালের বেসিক ক্রিকেট কোচিং এর পরিচালক এজাজ আল মাহামুদ সুজন বলেন, ‘দীর্ঘদিন ধরে এরকম একটি ম্যাচের অপেক্ষায় ছিলো বরিশালের ক্রীড়াঙ্গন। এ ম্যাচের মধ্য দিয়েই যেন বরিশালে আন্তজার্তিক ম্যাচের যাত্রা শুরু হয়। ভবিষ্যতে এ ধরনের আরো ম্যাচ আমরা দেখতে চাই।’