বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল ভারত, ৬ দিন পর লাশ ফেরত

0

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে চোর সন্দেহে এক বাংলাদেশি যুবককে ভারতীয়রা পিটিয়ে হত্যার ৬ দিন পর লাশ হস্তান্তর করেছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে চুানরুঘাট সীমান্তে পতাকা বৈঠকে বাংলাদেশ পুলিশের কাছে লাশ বুঝিয়ে দেয় ভারতীয় পুলিশ।

বিজিবি জানায়, গত ২৪ মে মাধবপুরের লোকমান মিয়া মোহনপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে খালার বাড়ি যাচ্ছিলেন। এ সময় ভারতীয়রা তাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ভারতের সিদাই থানায় একটি অপমৃত্যুর মামলা করে দেশটির পুলিশ।

চিকিৎসকরা জানায়, আঘাতজনিত কারণে বাংলাদেশি নাগরিক লোকমানের মৃত্যু হয়েছে। এরপর ২৯ মে ভারতীয় পেনাল কোড ৩০২/৩৪ ধারায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে সিধাই থানার উপপরিদর্শক (এসআই) দাবীদা রেঙ্গ মামলা দায়ের করেন (মামলা নং- ৪০)।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, গত বুধবার বাংলাদেশের মোহনপুর আলী শাহ মাজারের নিকটে বিজিবি-বিএসএফ প্রথমে বৈঠকে হয়েছিল। লোকমানের মৃত্যুর কারণ সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করায় লাশ গ্রহণ সম্ভব হয়নি।

তিনি জানান, পরদিন বৃহস্পতিবার একই অবস্থায় লাশ হস্তান্তর করতে চাইলে বাংলাদেশ পুলিশের পক্ষে অনীহা প্রকাশ করলে সর্বশেষ শুক্রবার নিহতের করোনা নেগেটিভ ও পোস্টমর্টেম রিপোর্টসহ যাবতীয় কাগজপত্র সহকারে লাশ হস্তান্তর করলে পুলিশ লাশ গ্রহণ করে। লাশ নিহতের পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com