চীন-ভারত : সামরিক শক্তিতে কে কত এগিয়ে

0

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সেনাবাহিনীকে বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারতও প্রস্তুত। দেখে নেওয়া যাক সামরিক শক্তিতে চীন আর ভারতের বর্তমান অবস্থা। কী বলছে পিডব্লিউআর র‌্যাঙ্কিং। সামরিক শক্তির এই র‌্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে আছে চীন। যুক্তরাষ্ট্র আর রাশিয়ার ঠিক পরে, অর্থাৎ তিন নম্বরে আছে চীন আর ভারত আছে চার নম্বরে?

সক্রিয় সেনাসদস্য : ১৩৮টি দেশের মধ্যে পিডব্লিউআর ইনডেক্সে তৃতীয় স্থানে থাকা চীনের মোট ২১ লাখ ২৩ হাজার সেনাসদস্য রয়েছে, ভারতের রয়েছে ১৪ লাখ ৪৪ হাজার সেনাসদস্য? তবে রিজার্ভ সৈন্যর সংখ্যায় ভারত এগিয়ে। চীনের পাঁচ লাখ ১০ হাজারের বিপরীতে তাদের রয়েছে ২১ লাখ রিজার্ভ সৈন্য।

প্রতিরক্ষা বাজেট : প্রতিরক্ষা খাতে চীনের বাজেট ২৩৭০ কোটি ডলারের এবং ভারতের ৬১০ কোটি ডলারের।
এয়ারক্রাফট: এখানেও চীন এগিয়ে। চীনের ৩২১০টির বিপরীতে ভারতের রয়েছে ২১২৩টি এয়ারক্রাফট।

যুদ্ধজাহাজ : চীনের ৭৭৭টি আর ভারতের রয়েছে ২৮৫টি যুদ্ধজাহাজ?

যুদ্ধবিমান : চীনের যুদ্ধবিমান ভারতের দ্বিগুণেরও বেশি। চীনের ১২৩২টি আর ভারতের ৫৩৮টি?

হেলিকপ্টার : চীনের আছে ৯১১টি হেলিকপ্টার আর ভারতের ৭২২টি।

ট্যাঙ্ক : ট্যাঙ্কের হিসেবে চীনের চেয়ে ভারতের সংখ্যা বেশ বেশি। চীনের আছে ৩৫০০টি ট্যাঙ্ক আর ভারতের ৪২৯২টি?

সাঁজোয়া যান : চীনের সাঁজোয়া যানবাহনের সংখ্যা ৩৩ হাজার, ভারতের আট হাজার ৬৮৬?

স্ব^য়ংক্রিয় আর্টিলারি : এখানে দু’দেশের তুলনাই হয় না। চীনের আছে ৩৮০০, ভারতের মাত্র ২৩৫।

রকেট প্রজেক্টর : চীনের ২৬৫০, ভারতের ২৬৬?

সাবমেরিন : সাবমেরিনের সংখ্যার দিক থেকেও ভারত অনেক পিছিয়ে? চীনের ৭৪টির বিপরীতে ভারতের আছে ১৬টি সাবমেরিন?

বিমানবাহী জাহাজ : চীনের ২টি, ভারতের ১টি।

রণতরি : রণতরি চীনের ৫০টি, ভারতের ১৯টি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com