ডা. জাফরুল্লাহর রোগমুক্তি কামনা মির্জা ফখরুলের

0

করোনা ভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী আশু রোগমুক্তি কামনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৬ মে) এক বিবৃতি বিএনপি মহাসচিব বলেন, করোনা ভাইরাসে সংক্রমণের হার দ্রুত বাড়ছে এবং এতে মৃত্যুর হারও বাড়ছে। আমরা ইতোমধ্যে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাধারণ জনগোষ্ঠীর সঙ্গে সঙ্গে দেশের বরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছেন ও মৃত্যুবরণ করছেন।

ফখরুল বলেন, ‘দেশের বরেণ্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আামি তার আশু রোগমুক্তি কামরা করছি। একই সঙ্গে অন্যান্য যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদেরও আশু রোগমুক্তি কামনা করছি।’

বিএনপির এই নেতা বলেন, করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণের প্রতি আহবানও জানান মহাসচিব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com