যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেশ বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি নাসির আহমেদ শাহিন ও সাধারন সম্পাদক আবুল হোসেন।

0


বিশ্বব্যাপী প্রাণঘাতি ভাইরাস কোভিড-১৯ বা করোনার ভয়াবহ সংক্রমণে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। এমতাবস্থায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিএনপির অংগ সংগঠন ও সর্বস্তরের জনগন সহ দেশ বিদেশ অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীনও সাধারন সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন। এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ সিয়াম সাধনা শেষে নিয়ে আসে খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। এই খুশী ধনী, গরিব নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সারা বিশ্বের সকল মুসলিম উম্মার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশনায়ক জনাব তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার, সুস্বাস্থ ও দীর্ঘায়ূ কামনা করেন তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com