চিকিৎসার অভাবে মানুষ কুকুর-বিড়ালের মতো মরছে: রিজভী
হাসপাতালে করোনা আক্রান্ত রোগীরা ন্যূনতম চিকিৎসা পাচ্ছে না অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ কুকুর-বিড়ালের মতো নির্মমভাবে মৃত্যুবরণ করছে।
শুক্রবার সকালে রাজধানীতে এক ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘আজকে করোনায় আক্রান্ত যেসব রোগী তাদের চিকিৎসার জন্য হাসপাতালে কোনো বেড নাই। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিকিৎসার জন্য মানুষ হাহাকার করছে।’
তিনি বলেন, ‘মানুষ করোনায় আক্রান্ত হলেও ডাক্তারের কাছে যাচ্ছে না। যদি পজিটিভ হয় কোথায় চিকিৎসা নেবে তারা? হাসপাতালে বেড নাই, কোনো চিকিৎসা নাই; কিচ্ছু নাই।’
বিএনপি মুখপাত্র বলেন, ‘সরকার ফ্লাইওভার করেছে কিন্তু একটা হাসপাতালও নির্মাণ করেননি। হাসপাতালে প্রয়োজনীয় যে আধুনিক সরঞ্জাম দরকার সেটা দেয়নি।’
তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হলে অক্সিজেন সবচেয়ে বেশি প্রয়োজন হয়। সেই অক্সিজেন সিলিন্ডার নেই ৯০ শতাংশ হাসপাতালে। অক্সিজেন মাস্ক নেই ৮০ শতাংশ হাসপাতালে।… এভাবে এদেশের মানুষ কুকুর-বিড়ালের মতো নির্মমভাবে মৃত্যুবরণ করছে।’
সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্যখাতে কম বরাদ্দের সমালোচনা করে রিজভী, ‘এবার এডিপিতে স্বাস্থ্যখাতের বরাদ্দ সাত নম্বরে। গত বছর ছিল ১০ হাজার কোটি টাকার একটু বেশি। এবার ১৩ হাজার কোটি টাকা।… মানুষ বাঁচানো, তাদের কল্যাণে দিকে কোনো নজর নেই।’
সরকার করোনায় আক্রান্ত-মৃতের পরিসংখ্যান ‘গুম’ করছে অভিযোগ করে তিনি বলেন, ‘যারা মেডিকেল গবেষণা করে, বড় বড় ডাক্তাররা বলেছেন, সরকার যে হিসাব দিচ্ছে, তার চেয়ে ১০ থেকে ৪০ গুণ মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে।’