রাজধানীতে দুস্থদের মাঝে ছাত্রদলের ঈদ উপহারসামগ্রী বিতরণ

0

করোনা ভাইরাসের কারণে লকডাউনে কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখা। আজ শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রায় দুই শতাধিক গরিব মানুষের মাঝে চাল, ডাল, আলু, সেমাই, চিনি বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন

সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহসভাপতি জাকিরুল ইসলাম জাকির, হাফিজুর রহমান, মোক্তাদির হোসেন তরু, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক তানজীল হাসান, সহ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আকতার, সহসাংগঠনিক ডাঃ তৈহিদ আওয়াল
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com