২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩০, মৃত্যু ১৬; নমুনা পরীক্ষা ৬৭৮২টি
২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩০, মৃত্যু ১৬
মোট নমুনা সংগ্রহ ৬৫০১টি। মোট নমুনা পরীক্ষা ৬৭৮২টি।
আপনার সুরক্ষা আপনার হাতে- স্বাস্থ্য অধিদপ্তর
১৬ মে শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
রাজধানীর যেসব স্থান করোনার হটস্পট
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। এর মধ্যে সকল জেলায় ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনা ভাইরাস। আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যু। শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২০ হাজার দাঁড়িয়েছে। তবে সবচেয়ে বেশি ছড়িয়েছে রাজধানী ঢাকায়। ঢাকায় ৮ হাজার ৫৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রাজধানীর একাধিক স্থান এখন করোনার হটস্পট। তারমধ্যে হলো- মিরপুর, বংশাল, ধানমন্ডি, চকবাজার, গেন্ডারিয়া, গুলশান, হাজারীবাগ, শাহবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মিটফোর্ড, মোহাম্মদপুর, রাজারবাগ, শাখারিবাজার, তেজগাঁও, উত্তরা ও ওয়ারি অন্যতম।
শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটে তথ্যানুযায়ী এসব তথ্য মেলে।
তথ্যানুযায়ী সব থেকে বেশি করোনা ভাইরাস শনাক্ত রোগী ছিল মিরপুরে (১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৪, পল্লবী ও পীরেরবাগ) ২৬৫ জন।মহাখালীতে ২২৩ জন, যাত্রাবাড়ী এলাকায় ২২১ জন, রাজারবাগে ২০৪ জন, মোহাম্মদপুর ও মুগদায় ১৮৯ জন করে, কাকরাইলে শনাক্ত হয়েছেন ১৭৬ জন।
এছাড়া আদাবরে ২৫, আঁগারগাওয়ে ৫৭, আজিমপুরে ৩২, বাবু বাজারে ১১৫, বাড্ডায় ৯০, বনানীতে ৪৮, বংশালে ৮২, বাসাবোতে ৫৮, ক্যান্টনম্যান্ট এলাকায় ১৪, চানখারপুলে ৩৭, চকবাজারে ৭০, ধানমন্ডিতে ৯৪, ইস্কাটনে ৩৯, ফার্মগেটে ৩৮, গেন্ডারিয়া ৭৩, গ্রীনরোডে ৩৭, গুলশানে ৬৩, হাজারীবাগে ৫৭, জুরাইনে ৪৩, কল্যাণপুরে ২৬, কামরাঙ্গীরচরে ৪২, খিলগাঁওয়ে ৮০ ও কোতোয়ালিতে ২৭ জন শনাক্ত হয়েছে। রাজধানীর লালমাটিয়ায় ২৯, লালবাগে ১১৭, মালিবাগে ৯৩, মান্ডা ৩০, মানিকনগরে ৩৩, মিটফোর্ডে ৩৮, মগবাজারে ৯৮, নারিন্দায় ২৭, নিউমার্কেটে ১৪, পল্টনে ৩৪, পুরানা পল্টনে ২৭, রামপুরায় ৫৮, রমনায় ৫০, রাজাবাজারে ২১,শাহজাহানপুরে ২৬, শাহবাগে ৭৩, শাখারিবাজারে ৩২, শান্তিনগর ৩৭, শ্যামলীতে ৬৫, স্বামীবাগে ৪৯, সূত্রাপুর ৩৭, তেজগাঁও ১৩৮, উত্তরায় ১০৪ এবং ওয়ারিতে ৬৪ জন।
এছাড়াও বিভিন্ন এলাকায় করোনা রোগী শনাক্ত হয়েছে।