মাশরাফির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মোস্তাফা স্বপন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় পরিবারের লোকজন দ্রুত চিকিৎসকদের খবর দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে নেয়া হয়। বর্তমানে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মাশরাফির পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে বুকের ডান দিকে ব্যথা অনুভব করেন গোলাম মুর্তজা। দ্রুতই তাকে নেওয়া হয় নড়াইল সদর হাসপাতালে। সেখানে অবস্থার উন্নতি না হলে নেওয়া হয় যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। এখানে তার শারীরিক পরীক্ষা করা হয়। তিনি চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে রয়েছেন।