পশ্চিম তীর নিয়ে ইসরাইলের তীব্র বিরোধিতা পাকিস্তানের

0

অধিকৃত পশ্চিম তীর ইসরাইলের সংযুক্তকরণের পরিকল্পনায় ইসরাইলের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলের এমন কাজ ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হবে। খবর- ইয়েনি শাফাক

বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি বলেন, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যে কোনো সংযোজন আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ইতিমধ্যে অঞ্চলটিতে অস্থির পরিস্থিতির ঝুঁকি বাড়িয়ে তুলছে।

তিনি বলেন, পশ্চিম তীর ও জর্ডান উপত্যাকা ফিলিস্তিনি অঞ্চল। ১৯৬৭ সাল থেকে ইসরাইল অবৈধভাবে দখল করে আছে।

ফিলিস্তিনি ইস্যু নিয়ে জাতিসংঘ ও ওআইসির অবস্থানকে সমর্থন করে পাকিস্তান। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সমর্থনেরও আহ্বান জানান।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ও সাধারণ পরিষদের রেজুলেশন অনুযায়ী দুই দেশের মধ্যে সমঝোতাকে পাকিস্তান সমর্থন করে বলেও তিনি উল্লেখ করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com