আফগানিস্তানে জঙ্গি হামলার দায় স্বীকার তালেবানের

0

আফগানিস্তানের সামরিক আদালতের সামনে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরকে ভরা একটি ট্রাক দিয়ে ঘটনাস্থলে বড় ধরণের বিস্ফোরণ ঘটানো হয়। এতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা কয়েক ডজন ছাড়াবে। বৃহস্পতিবার দেশটির গারদেজ শহরে ওই জঙ্গি হামলাটি হয়। হামলার পর এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান। এ খবর দিয়েছে আল-জাজিরা। গত দুদিন ধরে একেরপর এক জঙ্গি হামলা হচ্ছে আফগানিস্তানে।

মঙ্গলবার দেশজুড়ে ৫৬ জন মানুষ নিহত হয় এসব হামলায়। এরমধ্যে জঙ্গিরা কাবুলের একটি শিশু ওয়ার্ডে ঢুকে শিশু ও তাদের মায়েরদের লক্ষ্য করে গুলি করে। এতে ১২ নারী ও ২ শিশু প্রাণ হারায়। সেই ধারায় সামরিক আদালতের সামনেও জঙ্গি হামলার ঘটনা হলো। এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জঙ্গি হামলার দায় স্বীকার করে। হামলার পর আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানায়, গারদেজ শহরের একটি জনাকীর্ন স্থানে হামলা হয়েছে। এতে কয়েক ডজন মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সামরিক বাহিনীর মুখপাত্র এমাল খান মোমান্দ জানান, এখন পর্যন্ত ২০ জন হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রথমে ধারণা করা হচ্ছিল, হামলা চালিয়েছে আরেক জিহাদি সংগঠন হাক্কানি নেটোয়ার্ক। এটি তালেবান ও পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবার সঙ্গে মিলে কাজ করে থাকে। তবে দ্রুতই দায় স্বীকার করে বিবৃতি দেয় তালেবানের শীর্ষ নেতারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com