‘করোনা হয়তো নির্মূল হবে না, স্থানীয় স্তরে থেকে যাবে এইচআইভির মতো’

0

করোনাভাইরাস থেকে হয়তো কোনোদিনই মুক্তি মিলবে না। তার চলে যাওয়ার সম্ভাবনা নেই। বরং এইচআইভির মতোই এটি স্থানীয় স্তরের একটি ভাইরাসে পরিণত হবে। এই ভাষাতেই বিশ্বকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার মোকাবিলায় বিরাট অভিযানের ডাক দিয়েছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচও’র জরুরি বিভাগের বিশেষজ্ঞ মাইক রিয়ান অনলাইন ব্রিফিং-এ বলেছেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা প্রয়োজন। এই ভাইরাস হয়তো আমাদের কমিউনিটিতে স্থানীয় স্তরের অন্যান্য ভাইরাসের মতোই থেকে যাবে। হয়তে এই ভাইরাস কোনোদিনও যাবে না।’

তিনি আরো বলেন, ‘আমাদের বাস্তববাদী হওয়া প্রয়োজন এবং আমার মনে হয় কারোই এর পূর্বাভাস দেয়া উচিত নয় যে, এই রোগ কবে অদৃশ্য হবে। আমার মনে হয়ে এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। এর কোনো তারিখ দেয়া ঠিক হবে না। এই রোগ দীর্ঘকালীন সমস্যায় পরিণত হতে পারে আবার নাও পারে।’

যদিও এই রোগের মোকাবিলায় কী করতে হবে তার চাবিকাঠি রয়েছে বিশ্ববাসীর কাছেই। বিরাট অভিযান শুরু করতে হবে। টিকা তৈরি হওয়ার পরও সেই অভিযান চালিয়ে যাওয়া প্রয়োজন বলে তিনি জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com