এফবিআই’র তদন্তের মুখে মার্কিন সিনেট ইন্টেলিজেন্স প্রধানের পদত্যাগ

0

যুক্তরাষ্ট্রের সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান রিচার্ড বার এফবিআই’র তদন্তের মুখে পদত্যাগ করেছেন। তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) এই রিপাবলিকান সিনেটরের মোবাইল জব্দ করেছে সংস্থাটি। খবর বিবিসি।

দেশটির নর্থ ক্যারোলিনার এই সিনেটরের বিরুদ্ধে অভিযোগ, কমিটিতে প্রাপ্ত তথ্য ব্যবসায়িক স্বার্থে কাজে লাগিয়েছেন তিনি। এই সিনেটর কোনও অপরাধ না করার দাবি করে জানিয়েছেন, কমিটির কাজকে তদন্ত যাতে বাধাগ্রস্ত না করে, সেজন্য তিনি পদত্যাগ করেছেন। 

তাদের বিরুদ্ধে অভিযোগ- রিচার্ড বার ও তার স্ত্রী ফেব্রুয়ারিতে ১৭ লাখ ডলার মূল্যের সম্পত্তি বিক্রি করেছেন। অর্থনৈতিক সংকটের আতঙ্ক শুরু হওয়ার আগ মুহূর্তে তারা পদক্ষেপ নেন। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, রাষ্ট্রীয় কাজে নিয়োজিত অবস্থায় জানতে পারা অ-প্রকাশ্য তথ্য বাণিজ্যে ব্যবহার করা কংগ্রেস সদস্যদের জন্য বেআইনি।

সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল জানিয়েছেন, বার তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং বলেছেন এই পদত্যাগ সাময়িক। এক বিবৃতিতে রিপাবলিকান নেতা বলেন, কমিটির জন্য এই সিদ্ধান্ত বলে আমরা একমত হয়েছি এবং শুক্রবার থেকে তা কার্যকর হবে। 

জর্জিয়ার রিপাবলিকান সিনেটর কেলি লোয়েফলার, ওকলাহোমার জেমস ইনহফ এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর ফেইনস্টেইনও সংকট শুরু হওয়ার আগে সম্পত্তি বিক্রি করেছেন। তবে তারা তদন্তের আওতায় রয়েছেন বলে নিশ্চিতভাবে জানা যায়নি।

তবে ফেইনস্টেইন জানিয়েছেন, স্বামীর বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পর্কে এফবিআই’র জিজ্ঞাসাবাদের জবাব দিয়েছেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com