জাতিসংঘ অধিবেশনে বিশ্ব নেতাদের মিলিত হওয়ার ‘সম্ভাবনা নেই’: গুতেরেস

0

জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস বলেছেন, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের মিলিত হওয়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার প্রকাশিত ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন প্যারিস-ম্যাচ’কে দেওয়া এক সাক্ষাতকারে জাতিসংঘ মহাসচিব জানান, তিনি এ সম্মেলন করার ক্ষেত্রে সম্ভাব্য ডিজিটাল প্রযুক্তির ‘বিভিন্ন বিকল্পের’ কথা ভাবছেন। পরে তিনি এর নির্ধারিত বিকল্পগুলো সদস্য রাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে কখনও এ বিশ্ব সম্মেলন বাতিল করা হয়নি। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে হামলা এবং ১৯৬৪ সালে এ সংস্থার আর্থিক সংকটের কারণে এ সম্মেলন মাত্র দু’বার পিছিয়ে দেওয়া হয়েছিল।

জাতিসংঘের অনেক দূত ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে, বিশেষ করে এটি ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় এ অধিবেশন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক রাষ্ট্রদূত এএফপি’কে বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বে একটি নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এ বছরের জাতিসংঘ সম্মেলনে সরাসরি উপস্থিতির বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে না।

ওই কূটনীতিক বলেন, এ ভাইরাস নির্মূল না করা গেলে ওই সময় জাতিসংঘ ম্যানহাটনে কীভাবে এ বিশাল জন সমাবেশের আয়োজন করবে তা ভেবে পাচ্ছি না।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎপত্তি কেন্দ্র নিউইয়র্কে এর বিস্তার রোধে লকডাউন আরোপ করায় মধ্য মার্চ থেকে জাতিসংঘ কর্মকর্তা ও কূটনীতিকরা তাদের বাসা থেকে অফিসের দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘ সদরদফতর ভবন টেকনিক্যাল কারণে খোলা রাখা হয়েছে। সেখানে একেবারে হাতে গোনা কিছু লোক কাজ করছে। কেননা, সেখান থেকে নিরাপত্তা পরিষদ ও সাধারণ অধিবেশন দু’টোকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করতে হচ্ছে। কাজের এমন ধরণ জুনের শেষ নাগাদ পর্যন্ত বাড়ানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com