হার্দিককে পাল্টা জবাব জহির খানের

0

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা প্রাক্তন পেসার জহির খানকে জন্মদিনে ‘‌অপমান’‌ করে নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। সম্প্রতি দেশের প্রাক্তন পেসারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ফের নিম্নরুচির পরিচয় দিয়েছিলেন এই ভারতীয় অলরাউন্ডার। হার্দিকের ভিডিও শোরগোল ফেলে দিয়েছিল।

ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘‌শুভ জন্মদিন জ্যাক। আশাকরি তুমিও এইভাবে বল মাঠের বাইরে পাঠাবে, ঠিক আমি যেমনটা করেছিলাম।’‌ ভিডিওটিতে দেখা যায়, জহিরের বল মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছেন হার্দিক।বুধবার হার্দিক পান্ডিয়াকে পাল্টা জবাব দিলেন জহির। একেবারে ঠান্ডা মাথায়। জহির টুইটারে লেখেন, ‘‌হা.‌.‌হা.‌.‌হা.‌.‌হা.‌.‌অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। আমার ব্যাটিং দক্ষতা কোনদিনই তোমার মতো এত ভাল নয়। কিন্তু জন্মদিনটা আরও ভাল কাটত যদি ওই ম্যাচের পরবর্তী ডেলিভারিটা তুমি সামলাতে পারতে।’‌

হার্দিককে মজার ছলে যোগ্য জবাব দিয়েছেন জহির। তবে হার্দিকের সময়টাও ভাল যাচ্ছে না। ব্রিটেনে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তার। যার ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারেননি। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com