নেদারল্যান্ডসের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইউরো বাছাইপর্বে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে নেদারল্যান্ডস। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ডাচরা পেয়েছে নাটকীয় এক জয়।
ঘরের মাঠ দে কিপ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।গোলশূন্য প্রথমার্ধের পর ৭৫ মিনিটে এগিয়ে যায় আয়ারল্যান্ড। নিজেদের ভুলেই গোলটা হজম করে ডাচরা। ডি লিট এবং দালি ব্লিন্ডের ভুলে ডানপ্রান্তে বল পেয়ে যান ডালাস। তার ক্রস থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন জস ম্যাকগেনিস।
তখন হারের শঙ্কা ভালোমতোই জেঁকে বসেছিল ডাচদের ওপর। এরপরই নাটকীয়তার শুরু। ৮০ মিনিটে ডাচদের সমতায় ফেরান মেমফিস ডি পাই। এক সতীর্থের ক্রসে দুর্দান্ত ফিনিশে গোলরক্ষককে পরাস্ত করেন অলিম্পিক লিওঁ ফরোয়ার্ড।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ডাচদের এগিয়ে দেন বার্সেলোনা মিডফিল্ডার লুক ডি ইয়ং। তিন মিনিট পর ডি ইয়ংয়ের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ডি পাই।
এই জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। সমান ১২ পয়েন্ট জার্মানি ও আয়ারল্যান্ডেরও। তবে নেদারল্যান্ডস ও জার্মানির একটি করে ম্যাচ বাকি আছে এখনো।