সীমান্ত অভিযানে বোকো হারামের ৭৫ সন্ত্রাসী নিহত
নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনা এবং প্রতিবেশি কয়েকটি দেশের সামরিক বাহিনীর অভিযানের নাইজার সীমান্তে ৭৫ উগ্রবাদী তাকফিরি বোকো হারাম সন্ত্রাসী নিহত হয়েছে। নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাইজার নাইজেরিয়া এবং চাদের সীমান্তে এই সংঘর্ষ হয়েছে।
মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, নাইজারের দক্ষিণ-পূর্বের প্রধান শহর দিফাতে ২৫ সন্ত্রাসী নিহত হয়েছে। ওই সংঘর্ষে অন্তত ৫০ সন্ত্রাসীকে আটক করা হয়। অভিযানে চারটি মোটরসাইকেল, অস্ত্র ও গোলাবারুদসহ নানা সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
একইদিন নাইজারের উত্তর-পশ্চিমাঞ্চলে জোট বাহিনীর বিমান হামলায় ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে। লেক চাদ অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র-গোলাবারুদের গুদাম ধ্বংস হয়।
এর আগে গত ৩ মে বোকো হারাম সন্ত্রাসীরা দিফা শহরের পাশে নাইজেরিয়ার একটি সামরিক ক্যাম্পে হামলা চালায়। ওই হামলায় অন্তত দুই সেনা নিহত হয়েছিল। নাইজেরিয়ায় বোকো হারামের তৎপরতা শুরু হলেও ধীরে ধীরে তা প্রতিবেশী নাইজার, চাদ ও ক্যামেরুনের ভেতরে ঢুকে পড়েছে।