চীনের বিরুদ্ধে ভ্যাকসিন চুরির অভিযোগ আনল আমেরিকা
চীন থেকে বিশ্বে ছড়িয়ে পড়া মারণ ভাইরাস নিয়ে বেহাল দশা গোটা পৃথিবীর। করোনার প্রকোপে আমেরিকা মৃত্যুপুরী। আর তাই চীনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে মার্কিন প্রশাসন। চীনকে নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে এবার করোনা ভাইরাস নয়, বরং ভ্যাকসিন নিয়ে চীনের সঙ্গে শক্তির লড়াইয়ে নেমে পড়ল আমেরিকা। সূত্রের খবর, আমেরিকার বিভিন্ন সরকারি, বেসরকারি গবেষণাগারে এখন করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে নানা পরীক্ষা চলছে। আর মার্কিন গোয়েন্দা বিভাগ, সাইবার সেলের অনুমান চীনের হ্যাকাররা রীতিমতো মাঠে নেমে পড়েছেন করোনা ভাইরাসের ভ্যাকসিনের রিসার্চ সংক্রান্ত আমেরিকার গবেষণাগারের তথ্য চুরি করতে! এই বিষয়ে নাকি নানা প্রমাণও পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা।
তবে এই নিয়ে আমেরিকার সমস্তরকম অনুমান ও অভিযোগকে ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ‘করোনার চিকিৎসা নিয়ে আমরা বিশ্বের সঙ্গে আছি। আমাদের দেশের বিজ্ঞানীরাও নানা গবেষণা চালাচ্ছেন। এই ধরনের গুজবে কান না দেওয়াই ভাল।’