বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০৩৪, মৃত্যু ১১

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১,০৩৪ জন। এটিই এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৯ জনে এবং আক্রান্ত ১৫ হাজার ৬৯১ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, ৩৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ২৬৭টি, পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ০৮টি।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ পাঁচজন ও ছয়জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের আট, চট্টগ্রাম বিভাগের দুই ও রংপুর বিভাগের একজন।

তাদের বয়স বিশ্লেষণে ৭১-৮০ বছরের মধ্যে একজন, ৬১-৭০ দুইজন, ৫১-৬০ চারজন, ৪১-৫০ দুইজন, ৩১-৪০ দুইজন ও ২১-৩০ বছর বয়সী একজন।

নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৯০২ জন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ১৮৩ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৬২ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com