এটাই বাংলাদেশের সেরা ম্যাচ’

0

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশের কোচ জেমি ডে। কাতারের বিপক্ষে ০-২ গোলে হারলেও খুশি বাংলাদেশের এই ব্রিটিশ কোচ। শিষ্যদের পারফরম্যান্সে এতটাই সন্তুষ্ট যে ম্যাচ শেষে ঘোষণা দিয়েছেন, ‘ছেলেদের খেলায় আমি খুশি। আমার অধীনে এটাই বাংলাদেশের সেরা ম্যাচ।’

এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে আজ চোখে চোখ রেখে খেলেছে জামাল ভূঁইয়ারা। বৃষ্টি ভেজা মাঠের পুরো সুবিধাই আদায় করে নিয়েছেন তারা। দ্বিতীয়ার্ধে এশিয়ান চ্যাম্পিয়নদের ওপর দিয়ে বইয়ে দিয়েছে আক্রমণের ঝড়। কিন্তু দলকে খেসারত দিতে হয়েছে গোল মিসের। দুর্দান্ত খেলেও পয়েন্ট না পাওয়ায় কিছুটা হতাশ জেমি, ‘গোল পাওয়া উচিত ছিল আমাদের। পয়েন্ট না পাওয়ায় কিছুটা হতাশা আছে। যাই হোক ছেলেরা যা খেলেছে আমি তাদের নিয়ে গর্বিত।’

একটি বিষয় স্পষ্ট ৬৭ মিনিটে মাহবুবুর রহমান সুফিল মাঠে নামার পরই বাংলাদেশের আক্রমণের গতি বেড়ে যায়। এমন ভারী মাঠেও মাত্র একজন খেলোয়াড়ের বদল নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে। তবে জেমির ব্যাখ্যা, ‘সুফিল নামার পর ম্যাচের চিত্র বদলেছে। আমার বাকি খেলোয়াড়েরাও নামার জন্য ফিট ছিল। কিন্তু নামানোর প্রয়োজন মনে করিনি। একটি গোল হলে অবশ্য খেলোয়াড় পরিবর্তন করতাম।’

অন্য দিকে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেই খুশি কাতার কোচ ফেলিক্স সানচেজ। ইয়াসিন, সোহেল রানারা কাদার মাঠে উজাড় করে দিয়েছেন নিজেদের। আর মরুভূমির দেশের কাতারের ফুটবলাররা খেয়েছেন হোঁচট। এমন মাঠ থেকে ৩ পয়েন্ট পেয়েই খুশি কাতারের স্প্যানিশ কোচ, ‘এই মাঠে খেলা খুবই কঠিন। ছেলেরা সর্বোচ্চ পেশাদারি দেখিয়ে ম্যাচটা বের করে এনেছে। তাদের ধন্যবাদ। বাংলাদেশও খুব ভালো খেলেছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com