বাংলাদেশসহ বিশ্বের ৬ দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা

0

বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি দেশের ছয়টিতে করোনাভাইরাস বাড়ছে সবচেয়ে বিপদজনক হারে জানানো হয়েছে। এই ছয়টি দেশ হচ্ছে: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ব্রাজিল, রাশিয়া এবং মেক্সিকো।

নিউ ইয়র্ক টাইমস বিশ্বের বিভিন্ন অঞ্চলের দেশগুলোর করোনাভাইরাস ট্রাজেক্টরির যে গ্রাফিক চিত্র প্রকাশ করেছে, তা দেখে পত্রিকাটির একজন সাংবাদিক মাইক বেকার এক টুইটে এই তথ্য জানিয়েছেন।

এখনো পর্যন্ত করোনায় সমগ্র বিশ্বে ৪১ লাখ ৩২ হাজার ৯৫৩ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৮১ হাজার ৭৮ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ৪৯২ জন। চীনে ৮২ হাজার ৯০১ জন আক্রান্ত হয়েছেন আর মারা গেছে ৪ হাজার ৬৩৩ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে। আরো ১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে রোববার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৮ জনে।

গত বছরে ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৭২৯ জন।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবিসি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com