টিসিবির তেল ‘কালোবাজারে’, সাবেক ছাত্রলীগ সভাপতি কারাগারে

0

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তেল কালোবাজারি করে বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনুল ইসলামের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

রবিবার (১০ মে) ঢাকা মুখ্য মহানগর হামিক আদালতের বিচারক আতিকুল ইসলাম এ আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। আদালত শুনানি শেষে রিমান্ড বাতিল করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

টিসিবির তেল কালোবাজারি করে বিক্রির অভিযোগে গত শুক্রবার বিকেলে আইনুল ইসলামকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

র‌্যাব-২ এর পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ওইদিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনুল ইসলাম টিসিবির ১২০ লিটার তেল কালোবাজারে বিক্রি করেছেন। 

সাবেক এই ছাত্রলীগ নেতার বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম বলেন, ‘আইনুল ইসলাম গত কমিটিতে ছিল। বর্তমানে তার সাথে ছাত্রলীগের কোনও সম্পর্ক নেই।’

আইনুল ইসলাম সাবেক কমিশনার রাজিবের অনুসারী ও বর্তমানে যুবলীগের কর্মী বলে মোহাম্মদপুর থানা এলাকা সূত্রে জানা গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com