ছন্দে নেই তবুও কোয়ার্টার ফাইনালে ফেদেরার
পরিচিত ছন্দে দেখা না গেলেও রজার ফেদেরার পৌঁছে গেলেন সাংহাই মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে দাপুটে জয়ে সাংহাইয়ের শেষ আটে জায়গা করে নিলেন নোভাক জকোভিচও।
দু’বারের চ্যাম্পিয়ন ফেদেরার ডেভিড গফিনকে হারানোর পথে ৪০টি আনফোর্সস এরর করেন। শুরুতেই পাঁচবার সেট পয়েন্ট বাঁচিয়ে শেষমেশ টাইব্রেকারে ৭-৬ (৯/৭) গেমে প্রথম সেট জিতে নেন সুইস তারকা। দ্বিতীয় সেটে অবশ্য খুব একটা ভুলও করেননি রজার। তিনি দ্বিতীয় সেট জেতেন ৬-৪ গেমে।
অন্যদিকে বিশ্বের এক নম্বর জকোভিচ ৭-৫, ৬-৩ সেটে উড়িয়ে দেন আমেরিকার জন ইসনারকে।