মিথ্যা অজুহাতে আগ্রাসন চালাতে পারে ভারত: ইমরান খান

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মিথ্যা অজুহাত তুলে ভারত তার দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে পারে। তিনি বলেন, দু’দেশের মধ্যে চলমান উত্তেজনা ও অনুপ্রবেশের অজুহাতকে কেন্দ্র করে ভারত এই আগ্রাসন চালাতে পারে।

গতকাল (বুধবার) ব্যক্তিগত টুইটার পেইজে এক পোস্টে এসব কথা বলেছেন ইমরান খান। এর আগে ভারত অভিযোগ করেছে, কাশ্মীরে যে অস্থিতিশীলতা চলছে তার পেছনে পাকিস্তান থাকতে পারে।

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা াবহিনীর নির্যাতন অনেকটা সাধারণ ঘটনা

ইমরান খান বলেন, “ইসলামাবাদের বিরুদ্ধে আগ্রাসন চালানোর ব্যাপারে ভারত অজুহাত খুঁজে বেড়াচ্ছে বলে আমি বহু আগেই বিশ্বকে সতর্ক করেছি। সম্প্রতি নিয়ন্ত্রণরেখা থেকে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ ঘটেছে বলে দিল্লি যে অভিযোগ করেছে এটি সেই এজেন্ডারই অংশ।”

পাক প্রধানমন্ত্রী ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের সমালোচনা করে বলেন, তাদের অনুসৃত নীতির কারণে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মারাত্মকভাবে বিপদের মুখে পড়তে পারে। তিনি তার ভাষায় বলেন, ভারতের দখলদারিত্বের সরাসরি ফল হচ্ছে কাশ্মীরি জনগণের উপরে বর্বর নিপীড়ন-নির্যাতন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com