করোনাভাইরাস: শনিবার থেকে লকডাউন প্রত্যাহার করছে পাকিস্তান

0

করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে ভাইরাসটি ২১২টি দেশ ও অঞ্চলে একযোগে তাণ্ডব চালাতে শুরু করেছে। আর এমন পরিস্থিতির মধ্যেই শনিবার থেকে লকডাউন প্রত্যাহার করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে ইমরান খান বলেছেন, ‘আমরা এখন লকডাউন সমাপ্তির সিদ্ধান্ত নিচ্ছি। আমরা জানি, এমন সময় আমরা এই পদক্ষেপ নিচ্ছি যখন আমাদের সংখ্যা ঊর্ধ্বমুখী…তবে আমরা যেভাবে প্রত্যাশা করছি এটি সেভাবে শেষ হবে না।’দরিদ্র পাকিস্তানিরা লকডাউনে টিকে থাকতে পারবে না উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘লকডাউন শুরুর পর আমাদের আশঙ্কা ছিল প্রতিদিন আয়ের ওপর ভিত্তি করে যেসব দিনমজুর তাদের সন্তানদের আহার জোগায় তাদের কী হবে।’

তিনি জানান, লকডাউন ধারাবাহিকভাবে প্রত্যাহার করা হবে। জনগণ সতর্ক না হলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও সতর্ক করেছেন ইমরান।

উল্লেখ্য, গত মার্চ থেকে করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউন ঘোষণা করে পাকিস্তান। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com