এরশাদের বি পজিটিভ রক্তের প্রয়োজন
জেটিভি রিপোর্ট: সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ লাইফ সাপোর্টে রয়েছেন। এর মধ্যে শুক্রবার (৫ জুলাই) ভোরে ৪টায় তার ডায়ালাইসিস করা হয়েছে। তার প্রচুর পরিমাণে রক্ত প্রয়োজন। বিষয়টি জানিয়েছেন এরশাদের ব্যক্তিগত সচিব মেজর অব. খালেদ আখতার।
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বি পজেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্রুত সিএমএইচে রক্ত দেওয়ার জন্য যোগাযোগের আহ্বান জানান।
এরআগে, বৃহস্পতিবার (৪ জুলাই) ৪টা ১০ মিনিটে হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ওইদিন দুপুরে এরশাদকে দেখতে ক্যান্টনমেন্টের হাসপাতালে গিয়েছিলেন রওশন এরশাদ, জিএম কাদেরসহ জাপার কেন্দ্রীয় কয়েকজন নেতা।
এদিকে এরশাদের জন্য দোয়া করতে জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। জাপা চেয়ারম্যানের প্রেস উইং জানায়, শুক্রবার (৫ জুলাই) দেশের সব মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে সব ধর্ম মতের মানুষের দোয়া কামনার জন্য উদ্যোগ নিতে জাতীয় পার্টির সব পর্যায়ের নেতা কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।