প্রায় ৩ লাখ কেজি চালের কোনও হিসাব মিলছে না!

0

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও দ্রুত বিস্তার মহামারীতে পরিণত হয়েছে। কোভিড-১৯ সংক্রমণে প্রতিদিন হাজার হাজার মানুষ অসহায় হয়ে পড়ছেন। দিনের পর দিন কর্মহীন থাকায় ক্রয় ক্ষমতা হারাচ্ছেন মানুষ।

আর এই সুযোগ কাজে লাগিয়ে কিছু দুর্নীতিবাজ আমলা-জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি।

বাংলাদেশে সম্প্রতি সময়ে আলোচনা এসেছে ‘চাল চুরি’। দেশের এই চাল কেলেঙ্কারি উঠে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম  দ্য ওয়াশিংটন পোস্টে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতিবাজদের জন্য ত্রাণ কার্যক্রমের বিষয়টিকে ঢেলে সাজাতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। প্রায় ৫০ জনের মতো আমলা ও স্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে ত্রাণের চাল বেশি দামে পুনরায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ২ লাখ ৭২ হাজার ১৫৫ কেজি চালে হিসাব পাওয়া যাচ্ছে না।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখায়রুজ্জামানের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এসব ধরনের জাতীয় দুর্যোগ মানুষের সেরা গুণগুলো বের করে আনে, সহমর্মিতা, সংহতি- নানা ক্ষেত্রে আমরা যার প্রমাণ দেখি। কিন্তু সবচেয়ে অনুতাপ ও লজ্জার বিষয় এসময় মানুষের সবচেয়ে খারাপ দিকটাও বেরিয়ে পড়ে। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com