কিছুটা সুস্থ রিজভী, কমেছে বমি ও পেটব্যথা

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ কিছুটা সুস্থ বোধ করছেন। তার পেটের ব্যথা আগের চেয়ে কিছুটা কমেছে এবং বমি ভাবটাও কমেছে।

রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে থাকা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এখনও স্যালাইনের ওপর আছেন তিনি। তবে তার পেটের ব্যথা আগের চেয়ে কিছুটা কমেছে। বমির ভাবটাও তেমন নেই।

তিনি আরও বলেন, এখনও স্বাভাবিক খাবারে ফিরতে পারেননি বিএনপির সিনিয়র এ যুগ্ম মহাসচিব। এ ধরনের সমস্যায় স্বাভাবিক খাবারে ফিরতে কিছুটা সময় লাগে। আপাতত স্যালাইনটা খাবার হিসেবে ধরা যায়।

গত রোববার (২৬ এপ্রিল) প্রচণ্ড পেটেব্যথা ও বমির কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রিজভী। বর্তমানে তিনি তার আদাবরের বাসায় চিকিৎসক রফিকুল ইসলামের তত্ত্বাবধানে আছেন।

রফিকুল ইসলাম আরও জানান, ১৯৮৪ সালে এরাশাদবিরোধী আন্দোলনের সময় রুহুল কবির রিজভী গুলি খেয়েছিলেন। সেই কারণে উনি মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়েন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com