যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাবে তুরস্ক: এরদোয়ান

0

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাবে। এগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্ক। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

সোমবার পর্যন্ত তুরস্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ১৩০ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৮০৫ জনের। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৫৫ হাজারের বেশি মানুষের।

মন্ত্রিসভার এক বৈঠকের পর এরদোয়ান বলেন, ১ মে পর্যন্ত তুরস্কের ৩১টি শহরে তিনদিনের লকডাউন জারি থাকবে। এছাড়া মে মাসের শেষ ও ইদুল ফিতরের আগ পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

এরদোয়ান বলেন, পরিস্থিতি স্বাভাবিকতায় ফিরিয়ে আনার তারিখ শিগগিরই ঘোষণা দেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে দেশটিকে করোনাভাইরাস শনাক্তের পাঁচ লাখ কিট পাঠিয়েছে তুরস্ক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com