দেশে রেমিটেন্স কমছে ২২%, মহামন্দার অশনিসংকেত
মহামারি করোনা ভাইরাসের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। দেশে বন্ধ হয়ে আছে প্রায় সব ব্যবসা-বাণিজ্য। আমদানি-রফতানি স্থবির। এতে করে তুলনাকমূলক আমদানিনির্ভর দেশগুলো বেশি বিপাকে পড়েছে। খাদ্য সংকটের অশনিসংকেত শোনা যাচ্ছে। আবার পণ্য রফতানির ওপর নির্ভরশীল দেশগুলো অর্থনৈতিক মন্দার মুখে পড়ছে।
একইসময়ে আন্তর্জাতিক জনশক্তি রফতানি বাজারেও মহামন্দা দেখা দিয়েছে। যার বড় প্রভাব এসে পড়েছে বাংলাদেশে।
জনশক্তি নিয়ে কর্মরত বাংলাদেশি সংস্থা ওআরবি জানিয়েছে, করোনা মহামারির কারণে গত কয়েক মাসে ৪ লাখের মতো প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।
সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে, করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাবের কারণে বৈশ্বিক পর্যায়ে সৃষ্ট অর্থনৈতিক মন্দায় বাংলাদেশে রেমিটেন্স বা প্রবাসীদের পাঠানো অর্থ প্রায় ২২ শতাংশ কমে যাবে।
২০১৯ সালে বাংলাদেশ ১ হাজার ৮০০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। বিশ্বব্যাংক বলছে, চলতি বছর তা কমে নেমে আসছে ১ হাজার ৪০০ কোটি ডলারে। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই কমবে রেমিটেন্স।
ইতোমধ্যে বাংলাদেশ রেমিটেন্স কমতে শুরু করেছে। বছরের প্রথম তিন মাসে অর্থাৎ গত মার্চ মাস পর্যন্ত গত বছরের তুলনায় রেমিটেন্স কমেছে ১২ শতাংশ। যা গত ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন।
গেল বছর মার্চ পর্যন্ত প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ১৪৬ কোটি ডলার, যা এ বছর একই সময়ে নেমে এসেছে ১২৮ ডলারে। এপ্রিলে তা আরও নিম্নমুখি হবে।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার আশঙ্কা ব্যক্তি করছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে আন্তর্জাতিক জনশক্তি বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরণার্থী ও অভিবাসী সংক্রান্ত গবেষণা সংস্থা রামরু’র প্রধান ড. তাসনীম সিদ্দিকী মনে করছেন, এখন থেকেই সরকারকে উদ্যোগ নিতে হবে- যাতে করে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আন্তর্জাতিক জনশক্তি রফতানি বাজারে বাংলাদেশ সক্ষমতার সঙ্গে টিকে থাকতে পারে।