মার্কিন হামলার হুমকিতে ভয় পাবে না ইরান
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশনের মুখপাত্র আলী রেজা মীর ইউসুফি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রতিরোধ করে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ তেহরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরে ইরানের সামরিক বাহিনীর বোটগুলো ধ্বংস করার জন্য মার্কিন বাহিনীকে যে নির্দেশ দিয়েছেন তার জবাবে আলী রেজা মীর ইউসুফি এ মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন হামলার হুমকির ভয়ে ভীত হবে না তার দেশ।
মীর ইউসুফি বলেন, তার দেশ না শত্রুর ভয়ে ভীত হবে, না শত্রুর আঘাত আগ্রাসন মোকাবেলা করতে দ্বিধা করবে। তিনি (বুধবার) মার্কিন ম্যাগাজিন নিউজ উইককে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।
ইরানের স্থায়ী মিশনের মুখপাত্র আরো বলেন, যখন সারা বিশ্ব করোনাভাইরাসের মহামারীতে বিপর্যস্ত এবং জাতিগুলো সব এই সমস্যা মোকাবেলা নিয়ে ব্যস্ত রয়েছে তখন সাত হাজার কিলোমিটার দূরে এসে তাদের কী কাজ? পারস্য উপসাগরে কেন তারা অবস্থান করে?