বিরক্ত করলে মার্কিন জাহাজে হামলা চালানোর নির্দেশ দেয়া হয়েছে: আইআরজিসি কমান্ডার
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন বাহিনী যদি ইরানের সামরিক বাহিনীকে কোনো রকমের বিরক্ত করে তাহলে তাদের যুদ্ধজাহাজে হামলা চালানোর নির্দেশ দেয়া হয়েছে।
পারস্য উপসাগরে ইরানি গানবোট বা স্পিড বোটগুলোতে গুলি করার জন্য মার্কিন বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার পোস্টে দাবি করার পর এই নির্দেশের কথা জানালেন আইআরজিসি কমান্ডার।
সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের পানিসীমার দিকে আমেরিকার একটি যুদ্ধজাহাজ এগিয়ে গেলে তাকে বাধা দেয় ইরানি গানবোটগুলো। ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের যুদ্ধজাহাজ বা গানবোটগুলোতে গুলি করার নির্দেশ দিয়েছেন।