হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে কথা বলায় চাকরি খোয়ালেন মার্কিন চিকিৎসা বিজ্ঞানি

0

প্রাণঘাতী করোনাভাইরাসের ধ্বংসযজ্ঞে দিশেহারা হয়ে এর চিকিৎসায় ভারত থেকে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন আমদানির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেই হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে কথা বলে চাকরি খোয়ালেন আমেরিকার চিকিৎসা বিজ্ঞানি। তার নাম ড. রিক ব্রাইট।তিনি যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা আবিষ্কারের গবেষণায় নেতৃত্ব দিচ্ছিলেন।

ড. রিক ব্রাইট বলেছেন, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। করোনাভাইরাস চিকিৎসার জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ ব্যবহারের জন্য যে চাপ রয়েছে, সে সম্পর্কে তিনি বলেছিলেন এর কার্যকারিতার পক্ষে যথেষ্ট বৈজ্ঞানিক তথ্য প্রমাণ নেই। তাই এই ওষুধ নিয়ে সামনে আগানো উচিত নয়।

তার ধারণা, এই মন্তব্যের জেরেই তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও বক্তব্য দেননি ট্রাম্প।

তবে এ বিষয়ে শিগগিরই অভিযোগ দায়ের করতে যাচ্ছেন ড. রিক ব্রাইট।

তার আইনজীবী বলেন, “তাকে এই একটি কারণেই চাকরিচ্যুত করা হয়েছে। তিনি এমন একটি ওষুধের প্রয়োগ নিয়ে কথা বলেছেন যেটির গ্রহণযোগ্যতা নেই। এটি হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। এর কার্যকারিতা প্রমাণিত নয়। এটি প্রয়োগে পরিণতি ভয়াবহ হতে পারে। ” সূত্র: বিবিসি, সিএনএন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com