অস্ত্র আইন কঠিন করতে যাচ্ছে ট্রুডো প্রশাসন
কানাডার নোভা স্কটিয়া গুলির ঘটনার প্রেক্ষিতে বড় ধরণের সিদ্ধান্ত নিতে চলেছে দেশটির ট্রুডো সরকার। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এখনো অন্তত ১৬টি স্থানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। গত শনিবার একজন বন্দুকধারী এ হামলা চালায়। এটিকে বলা হচ্ছে কানাডার সাম্প্রতিক ইতিহাসের সবথেকে ভয়াবহ সন্ত্রাসী হামলা।
নিহতদের মধ্যে রয়েছেন, একটি ১৭ বছরের তরুণ, এক পুলিশ কর্মকর্তা ও একজন নার্স। ধারণা করা হচ্ছে, তিনি নির্দিষ্ট একজনকে হত্যা করতেই হামলা চালান। কিন্তু পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে এতগুলো প্রাণ কেড়ে নিয়েছেন।তবে এ ঘটনা প্রশ্ন তুলেছে কানাডার অস্ত্র আইন নিয়ে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন যে, তার প্রশাসন কানাডায় কঠিন অস্ত্র আইন করতে যাচ্ছে। ট্রুডো বলেন, আমাদের নির্বাচনী প্রচারণার সময় আমরা কানাডার অস্ত্র আইন কঠিন করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এখন দেশে অস্ত্রের প্রাপ্যতা কঠিন করতে যাচ্ছি।
এখনো জানা যায়নি, হামলাকারী কি ধরণের অস্ত্র ব্যবহার করছিলেন। গত বছর নির্বাচনী প্রচারণার সময় ট্রুডো ঘোষণা করেছিলেন, ক্ষমতায় ফিরতে পারলে তিনি কানাডায় সবধরণের এসল্ট রাইফেল নিষিদ্ধ করবেন। একইসঙ্গে দেশটিতে থাকা সকল মিলিটারি-গ্রেড অস্ত্র অর্থের বিনিময়ে ফিরিয়ে আনবেন। এ নিয়ে একটি বিল পার্লামেন্টে পাস হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে এটি সম্প্রতি পিছিয়ে যায়