কিমের অবস্থা ‘আশঙ্কাজনক’,- মানতে নারাজ দ.কোরিয়া

0

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক- এ কথা মানতে নারাজ দক্ষিণ কোরিয়া। 

গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 

তবে কিমের এই অসুস্থতার খবর সত্য নয় বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক উপ-বিভাগীয় প্রধান ব্রুস ক্লিংনার এবং দক্ষিণ কোরিয়াভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘ডেইলি এনকে’র বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছিল সিএনএন। তবে কিমের অসুস্থতা নিয়ে করা ওই প্রতিবেদন ভুল ছিল বলে দাবি দক্ষিণ কোরিয়ার।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়া এমন সুনির্দিষ্ট কোনও ইঙ্গিত দেয়নি যে, কিম গুরুত্বতর অসুস্থ। কিন্তু কিমের যে হার্ট সার্জারি হয়েছে এটি কেউ অস্বীকার করেনি।

গত ১৫ এপ্রিল পূর্বসূরী পিতামহের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিমের অনুপস্থিতিই তার শারীরিক অবস্থাকে প্রশ্নের মুখে ফেলে। সবশেষ তিনি সরকারি বৈঠকে যোগ দিয়েছিলেন গত ১২ এপ্রিল।

কিন জং উনের স্বাস্থ্য নিয়ে এর আগেও গুজব ছড়িয়েছিল। ২০১৪ সালে ৪০ দিন তিনি অন্তর্ধ্যান ছিলেন। ওই সময়ও অসুস্থতার গুজব ছড়িয়েছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com