কোয়ারেন্টিনে পাক প্রধানমন্ত্রী ইমরান খান
সেলফ কোয়ারেন্টিনে পাঠানো হল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। সম্প্রতি অজান্তেই করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন তিনি। সেই কারণেই তাকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। এর পাশাপাশি ইমরান খানের কোভিড-১৯ পরীক্ষাও করা হয়। যদিও টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।
সম্প্রতি পাক সমাজকর্মী ফয়জল এধির সঙ্গে দেখা করেন ইমরান। সম্প্রতি তার করোনা ধরা পড়ে। আর এতেই ইমরান খানেরও করোনায় সংক্রামিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। গত ১৫ এপ্রিল দুজনে সাক্ষাৎ করেন। গতকাল রাতেই ইমরান খানের করোনা পরীক্ষা করা হয়।
প্রথম পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও নিয়মানুযায়ী ইমরান খানকে সেলফ কোয়ারেন্টিনে থাকতে হবে। অন্যদিকে, এই সময়ের মধ্যে আরও বহু লোকের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাক প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ফয়জল এধির ছেলে সাদ পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য ডন’কে এক সাক্ষাৎকারে জানান, ইমরান খানের সঙ্গে দেখা করার পরেই নাকি তার বাবার দেহে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। যদিও এই মুহূর্তে ফয়জলকে কোনও হাসপাতালে ভর্তি করা হয়নি, তিনি সেলফ আইসোলেশনে আছেন এবং অনেকটাই সুস্থ্য হয়ে উঠেছেন।