‘তেলের বাজারের চলমান সংকট ওপেকের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়’
ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, করোনাভাইরাসের কারণে বিশ্ব বাজারে তেলের সরবরাহ বেড়ে যাওয়ার পাশাপাশি চাহিদা কমে যাওয়ায় এই পণ্যের দাম অস্বাভাবিকভাবে নীচে নেমে গেছে। এ অবস্থায় এই বাজারের সংকট সমাধানে বিশ্বের সব দেশের এগিয়ে আসা উচিত; কারণ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের একার পক্ষে এটি করা সম্ভব নয়।
জাঙ্গানে বুধবার তেহরানে ইরানের মন্ত্রিসভার এক বৈঠকের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। বিশ্ববাজারে অতিরিক্ত তেলের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে উল্লেখ করে ইরানের তেলমন্ত্রী বলেন, তেল ও তেলজাত পণ্যের ব্যবহার মারাত্মকভাবে কমে গেছে এবং বিমান চলাচল শিল্প মুখ থুবড়ে পড়েছে।
এই সংকটের মধ্যে যেসব দেশ অগ্র-পশ্চাৎ না ভেবে মার্চ মাসে তেল উত্তোলন বাড়িয়ে দিয়েছিল সেসব দেশের সমালোচনা করেন বিজান জাঙ্গানে। এ অবস্থায় সম্প্রতি দৈনিক তেল উত্তোলন এক কোটি ব্যারেল কমানোর যে সিদ্ধান্ত হয়েছে তা কঠোরভাবে বাস্তবায়নের জন্য তিনি তেল উৎপাদনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান।