পিপিই’র দাবিতে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ

0

যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহের দাবিতে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করেছে দেশটির স্বাস্থ্যসেবা কর্মীদের সংগঠন ন্যাশনাল নার্সেস ইউনাইটেড (এনএনইউ)। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর এনবিসি নিউজ।

বিক্ষোভ চলকালীন স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাস সংক্রমণে মারা যাওয়া তাদের ৫০ সহকর্মীর নাম উচ্চস্বরে ঘোষণা করতে থাকেন।

এ ব্যাপারে একজন স্বাস্থ্যসেবা কর্মী এনবিসি নিউজকে বলেন, তাদের সহকর্মীরা মারা যাচ্ছেন। লোকে তাদের কাজকে নায়কোচিত ভাবছে, কিন্তু তাদের শহিদি মৃত্যু হচ্ছে।

এদিকে, এনএনইউ এর পক্ষ থেকে ডিফেন্স প্রোডাকশন অ্যাক্টের (ডিপিএ) অধীনে ব্যাপকভাবে পিপিই, ভেনটিলেটর ও টেস্টিং কিট সরবরাহের দাবি জানানো হয়েছে। কিন্তু, প্রেসিডেন্ট ট্রাম্প ডিপিএর অধীনে সীমিত পরিসরে ভেনটিলেটর উৎপাদন ও অন্যান্য উপকরণ সরবরাহের নির্দেশনা জারি করেছেন।

এর আগে, এনএনইউ এর পক্ষ থেকে নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার বিবরণীতে বলা হয়েছে, স্বাস্থ্য বিভাগের কারণে তাদেরকে অনিরাপদ পরিবেশে বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com