আমেরিকার বিদ্বেষী আচরণ রুখে দিন: বিশ্ব নেতাদের প্রতি রুহানির আহ্বান
করোনাভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার পাশাপাশি আমেরিকার বিদ্বেষী পদক্ষেপ রুখে দেয়ার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক টেলিফোনালাপে ওই আহ্বান জানান।
এ সময় তিনি ইরানের ওপর আমেরিকার আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে ইরানকে ঋণ দেয়ার বিষয়টি আটকে দিয়ে মানবিকতার ন্যুনতম মানদণ্ডও পদদলিত করেছে ওয়াশিংটন।
টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট করোনাভাইরাস মোকাবিলায় তার দেশের সাফল্যের কথা তুলে ধরে বলেন, এই প্রাণঘাতী রোগ নিয়ন্ত্রণে কাতারকে নিজের অভিজ্ঞতা হস্তান্তর করতে তেহরান প্রস্তুত রয়েছে।
এ সময় কাতারের আমির ইরানের বিরুদ্ধে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই ক্রান্তিলগ্নে আমেরিকার উচিত অবিলম্বে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া। তিনি ইরান-বিরোধী একতরফা মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান।