ইরাকি বিমান হামলায় দেশের ১৪ সন্ত্রাসী নিহত
ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে ইরাকের বিমানবাহিনীর হামলায় অন্তত ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে। ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশ ইরাকি জঙ্গিবিমান দিয়ে এ হামলা চালানো হয়।
ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ডের মিডিয়া ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, টাইগ্রিস নদীর আব্দুল আজিজ দ্বীপে সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানায় ইরাকের এফ-১৬ জঙ্গিবিমান হামলা চালায়। এতে দায়েশের ১৪ সন্ত্রাসী নিহত হয়।
আরবি ভাষার বার্তা সংস্থা আল-ফোরাত জানিয়েছে, ইরাকের বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে উগ্র সন্ত্রাসীদের এ আস্তানা থেকে হামলা চালানো হতো।
এদিকে, ইরাকের নিরাপত্তা বাহিনী (মঙ্গলবার) দেশটির উত্তরাঞ্চলীয় দিয়ালা প্রদেশে বিশাল আকারের সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। অভিযানে ইরাকি নিরাপত্তা বাহিনীকে সমর্থন দিচ্ছে বিমান বাহিনী। দিয়ালিয়া প্রদেশের রাজধানী বাকুবার ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এই অভিযান শুরু হয়েছে। একটি সূত্র জানিয়েছে, অভিযানে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি অংশ নিচ্ছে।