উহানে তদন্ত দল পাঠাতে চান ট্রাম্প, রাজি নয় চীন

0

সামনেই মার্কিন নির্বাচন। কিন্তু বাগড়া বাধিয়েছে কভিড-১৯। গোটা বিশ্বের মতো আমেরিকাতেও এই রোগ ছন্দপতন ঘটিয়েছে। তাই যেভাবেই হোক শিগগিরই মার্কিন পরিস্থিতির স্বাভাবিক অবস্থা চান প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে নিজের ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে চান তিনি। করোনা বিশ্বব্যাপী ছড়ানোর জন্য চীনকে বরাবরই দায়ী করছেন ট্রাম্প। এহেন পরিস্থিতিতে চীন ও আমেরিকার মধ্যে বিরোধ তুঙ্গে। করোনাভাইরাস কি মানুষের তৈরি? চীনের গবেষণাগার থেকেই কি ছড়িয়েছে এই প্রাণঘাতী জীবাণু? এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে আমেরিকা। বেইজিংকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ভুল করলে ফল ভুগতে হবে’। এবার আরও এক কদম এগিয়েই উহানে তদন্তকারী দল পাঠানোর দাবি জানিয়েছেন তিনি। এদিকে, ট্রাম্পের তদন্তকারী দল পাঠানোর দাবি তাৎক্ষণিক খারিজ করে দিয়েছে বেইজিং।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com